নাইক্ষ্যংছড়িতে চান্দের গাড়ি উল্টে চালকসহ আহত ৬

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম এক পাহাড়ে চান্দের গাড়ি (জীপ) উল্টে চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাইশারী চাক পাড়া সড়কের মুরুং ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গাড়িটি উঁচু পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
আহতরা হলেন, ইউনিয়নের হলদ্যাশিয়া গ্রামের আবছার মিয়া (২৮), ফরিদুল আলম (২৬), আনোয়ারা (২৫), আবদুল গনি (২৪), এরশাদ (২০) ও আবদুর রহমান (৩০)। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে চালক আবছার ও ফরিদুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়ার দোলহাজারা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে দুপুরের দিকে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিছুর রহমান ও বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন।


শেয়ার করুন