নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মুজিবুর রহমান , নাই্ক্ষ্যংছড়িঃ 

“ মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে , বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভাপ অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাইক্ষ্যংছড়ি,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমরান, দোছড়ি ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ, নাই্ক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নুরুল আবছার , সাবেক চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চৌঃ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস জনাব আবু জাফর মোঃ ছলিম।

সভাপতিত্ব করেন জনাব আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানা। নাইক্ষ্যংছডি উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জনাব আব্দুস সাত্তারের পরিচালনায় আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতিরা তাদের মতামত ব্যক্ত করেন।
প্রধান অতিথি বলেন, পুলিশকে জনবান্ধব করতে বর্তমান আইজিপির নেতৃত্বে নতুনভাবে পুলিশকে ঢেলে সাজানো ও জবাবদিহিতার আওতায় আনার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেসব পদক্ষেপকে স্বাগত জানান। তিনি আরও বলেন জনগণের ট্যাক্সের টাকায় পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের বেতন-ভাতা চলে তাই আমরা সবাই জনগণের সেবক, শাসক নয়, তাই জনগণকে সেবা দেয়া ও সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধাগুলো সঠিকভাবে জনগণের কাছে পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। তিনি আরও বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে রোহীঙ্গা অনুপ্রবেশ, মাদক ও ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়। এসব অপরাধমূলক কর্মকান্ডকে মোকাবেলার জন্য কমিউনিটি পুলিশিং ফোরাম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। পুলিশ প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে অপরাধ দমনে সবাইকে সহায়তা করার আহবান জানান। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন- পুলিশ জনগণের বন্ধু, অত্র থানার দরজা সকল শ্রেনি পেশার মানুষের জন্য খোলা, অত্র থানার সকল অফিসারবৃন্দ জনগণকে সেবা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে এবং তিনি নিজে এটি তদারকি করেন বলে জানান। তিনি আরও বলেন- আপনাদের যে কোন অভিযোগ নির্ভয়ে সরাসরি থানায় এসে জানান, আপনাদের পাশে দাড়াতে আমরা প্রস্তুত রয়েছি। তিনি বিচারপ্রার্থীদের থানায় এসে মিথ্যা অভিযোগ দিয়ে অনৈতিক লেনদেন না করার জন্য বলেন । সিলেটের রায়হান হত্যাকান্ডের প্রসঙ্গে তিনি বলেন ঘটনাটি খুবই দুঃখজনক, এর নিন্দা জানান। গুটিকয়েক অসৎ পুলিশ অফিসারের কারণে পুরো পুলিশ বাহিনীর উপর দায় না চাপানের অনুরোধ জানান। তাদের ইতিবাচক, ভালকাজগুলোর দিকে দৃষ্টিপাত করার জন্য বলেন। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামকে নতুনভাবে পুনর্গঠন করবেন বলে জানান।

পরিশেষে একটি সুন্দর প্রানবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত অফিসার এস,আই অরুন চাকমাসহ সকল অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ , সাংবাদিকবৃন্দ ও অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


শেয়ার করুন