নাইক্ষ্যংছড়িতে উন্নয়নমেলা সম্পন্ন

haহাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়িতে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মুক্তমঞ্চ চত্বরে গত রোববার শুরু হওয়া এই মেলা শেষ হয় মঙ্গলবার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মেলার সমাপনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যরে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বিগত কোন সরকার আওয়ামী লীগ সরকারের মতো উন্নয়ন করতে পারেনি। সরকারের উন্নয়নে দেশের মানুষ সন্তুষ্ট।
এসময় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহম্মদ, নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মুমিনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ সিরাজুল হক, ডাঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী, যুগ্ন-সম্পাদক ইমরান মেম্বার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


শেয়ার করুন