নরেন্দ্র মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ নওয়াজের

india_bg_439108983সিটিএন ডেস্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রন জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাওয়া দুই প্রতিবেশে দেশের প্রধানমন্ত্রী স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) সকালে রাশিয়ার বাস্কোরতোস্তানের রাজধানী ইউএফএতে এক বৈঠকে মিলিত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বৈঠকে নওয়াজ শরিফ ২০১৬ সালে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে সফর করবেন বলে সম্মতি জানিয়েছেন মোদি।

২০১৬ সালে অনুষ্ঠিতব্য ২০তম সার্ক সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করবেন কি না, সে ব্যাপারে কিছু জানাতে অপারগত প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ। এতে ওই সম্মেলনে নরেন্দ্র মোদির উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে।

তবে বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশি দেশে বৈরীতা যতোই থাক, গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নওয়াজ শরিফ। এই কারণেই হয়তো সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে সম্মত হয়েছেন মোদি।


শেয়ার করুন