নদী পরিব্রাজক দল’র বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালন

fb_img_1496661859325বান্দরবান প্রতিনিধি :

“ প্রাণের স্পন্দনে,প্রকৃতির বন্ধনে ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ছাত্র- ছাত্রীর পাশাপাশি বান্দরবানের বিভিন্ন নদী রক্ষায় অংশ নিল বাংলাদেশ নদী পরিব্রাজক দল ।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণকে নদী রক্ষায় সচেতন হওয়ার আহবান জানান। এসময় তারা নদীর পানির যথাযথ ব্যবহার ও নদীর রক্ষা করে আগামী দিনের ভবিষৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে নদীর পানির সুষ্ট বন্টন ও ব্যবহারের প্রয়োজনীয়তার কথা সকলকে জানান।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপিত অলক দাশ গুপ্ত,সাধারণ সম্পাদক মো:কামাল পাশাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।


শেয়ার করুন