নতুন কোনো দলের নিবন্ধনের সুযোগ নেই

rakib-uddin_88411 সিটিএন ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনের সময় খুবই কম। সামনে যেসব নির্বাচন আছে এ সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে শেষ করা যাবে না। আমরা জাতীয় নির্বাচনের আগে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিবন্ধনের আবেদন আহ্বান করি। এখন সে সময় নেই।

মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়ার জন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের একথা জানান।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আগে দলীয় সমর্থনে স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রতীক ছিল নির্দলীয়। এখন সে বিষয়ে ফরমালাইজড করা হচ্ছে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সুযোগও রাখা হবে।

নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কোথাও পুলিশও দেখি না। আমাদের এখানেই এমন হয়। তবে আশা করি এমন দিন আসবে আমরাও সহিংসতা ছেড়ে দেবো। বিচারের শান্তিপূর্ণ পথ আছে।


শেয়ার করুন