নতুন করে গ্রেপ্তার দেখিয়ে মাহমুদুরের রিমান্ড আবেদন

mah_102293আগের সব মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের। বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আদালত ২২ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এই দিন ধার্য করেন।

২০১৩ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের এক ঘটনায় বিস্ফোরক আইনে ওই মামলা হয়। মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

এই মামলায় মাহমুদুর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলায় মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন রোববার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এরপর তার আইনজীবী সংবাদমাধ্যমকে জানান, মাহমুদুরের বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিন পাওয়ায় তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

এরপর রোববার রাতে মাহমুদুর রহমানকে নতুন করে ওই বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখায়ে পুলিশ।

–ঢাকাটাইমস


শেয়ার করুন