দ.আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্বে ৮ রানে ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল। এ জয়ের ফলে ৭ ম্যাচের সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই ৪-১ ব্যবধানে সিরিজ নিজের করে নিলো স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই রানের চাকা সচল রাখেন দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। নবম ওভারে ৪৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

তবে পিনাক ঘোষের ৭৬ রান ও মেহেদি হাসানের ৬৩ রানের ওপর ভর করে ২৫৭ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে বাংলাদেশ। ৯ ওভারে ৫৮ রান দিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে একাই ৬টি উইকেট নেন জেড আব্রাহামাস।

২৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোচট খায় দক্ষিণ আফ্রিকার যুবারা। ওপেনিং জুটিতে কোনও রান না করেই ফিরে যান আরডি রিকেলটন। আরেক ওপেনার আর মোনসামি (৬৩), ওয়ান ডাউনে খেলতে নামা মুলডার (৫০) ও এডি গালিয়েম (৬০) অর্ধশতক করলেও জয়ের জন্য প্রয়োজনীয় রান জোগাড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে ৫টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ সাইফুদ্দীন।


শেয়ার করুন