দোয়া কামনা

63635cd7-7259-4392-a5c1-266c09600f38আলহামদু লিল্লাহ। আমার ৩য় সন্তান (২য় মেয়ে) তাসনীম শারেক (ছুটিমনি) পড়ালেখায় খুব একটা মনযোগী ছিলনা। তাই তাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা ও চেষ্টা প্রচেষ্টার অন্ত ছিলনা। সে এবারে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণীতে জেডিসি পরীক্ষা দিয়েছে। আলহামদু লিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে সে জেডিসি পরীক্ষায় এ+ পেয়ে তার ভাই বোনদের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। এজন্য আমরা মহান আল্লাহ তায়লার হাজারো শুকুরিয়া আদায় করছি। পাশপাশি তার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা ও মুবারকবাদ।
উল্লেখ্য আল্লাহর মেহেরবাণীতে তাসনীমের মেডিকেল পড়ুয়া বড় বোন মারজান বিনতে শারেক ও তার বড় ভাই (আই এস সি পরীক্ষার্থী) মুহাম্মদ নাঈম শারেক এপর্যন্ত সকল পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। অবশ্য ছেলে মেয়েদের ভাল ফলাফলের পেছনে যার বেশী অবদান রয়েছে তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে না চাইলেও সে আমার স্ত্রী আয়েশা শারেক।
আমি তাসনীমসহ সকল সন্তানের জন্য মহান আল্লাহর রহমত ও বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সকলের দোয়া কামনা করছি।


শেয়ার করুন