দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে হবে

13900285_1217970234921192_1227669945704541373_nসংবাদ বিজ্ঞপ্তি:

“সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে” এ শ্লোগানে দেশের অন্যতম অরাজনৈতিক সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা‘৭১ জেলা শাখার উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের লালদীঘির পাড়স্থ কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে উক্ত মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা। সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু’র সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা‘৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি উদয় শংকর পাল মিঠু, আব্দুল মতিন আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা‘৭১ জেলা শাখার সদস্য সোহেল আহমদ বাহাদুর, বেন্টু দাশ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা‘৭১ সদর উপজেলা শাখার সহ সভাপতি নাজিম উদ্দিন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা‘৭১ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, কুতুব উদ্দিন, কক্সবাজার রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফি উল্লাহ শফি, সংগঠনের কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ, আইন কলেজ শাখার সভাপতি পলাশ শর্মা ও সাধারণ সম্পাদক ইসমাইল সাজ্জাদ, সিটি কলেজ শাখার সভাপতি সাংবাদিক শাহ নিয়াজ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেবব্রত দাশ দেবু, ফিরোজ আহমদ মনি, নজরুল ইসলাম, মো: ইব্রাহিম, জাহাঙ্গির আলম, আমির হোসেন, ফিরোজ উদ্দিন, কাজি নাজিম কামরান, রূপন চৌধুরী, করিম উল্লাহ বাদশা, মোশারফ হোসেন, এইচ এম নজরুল, বাদশা রাশেদ খান, হাজি ইলিয়াস, আব্দুস সালাম ভেট্টু, মোস্তাক আহাম্মদ, শেখ শহিদুল ইসলাম বাদল, মামুনুর রশিদ, ইমরুল আজিজ স্বপন, আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ মো: আলমগীর, ইসতিয়াক আহমদ খোকা, মো: রিয়াদ, মেহেদী হাসান সুমন, মো: হারিছ, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মুবিন, মহিন উদ্দিন মাহিন ও মিজানুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে দেশজুড়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি এবং যুদ্ধাপরাধীদের শিখড় থেকেই নির্মূল করতে হবে। একইভাবে দেশকে ধ্বংস করতে জামায়াত বিএনপি’র ষড়ষন্ত্রকেও প্রতিহত করতে সকলকে একসাথে প্রতিরোধ করতে হবে। এলক্ষ্যে প্রগতিশীল সকলতে এগিয়ে আসতে হবে। পাড়ায় মহল্লায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করতে হবে বলেও মতামত ব্যক্ত করেন বক্তারা।

 


শেয়ার করুন