দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সকল নাগরিকের দায়িত্ব

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আজ কিছু শকূন নস্ট করার ষড়যন্ত্র করছে তাই দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গিবাদ নামক সেই হিংস্র শকূন কে বধ করা। পৃথিবীর সব ছেয়ে শান্তি এবং মানবতাবাদী প্রবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে তারা শুধূ ইসলামকে কলংকিত করছে না সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মকে অপমানিত করছে। আসলে ইসলাম কোন ভাবেই জিহাদের নামে জঙ্গিবাদ সমর্থন করে না। এরা সারা পৃথিবীর মানবতার শত্রু এদের শক্তহাতে প্রতিহত করতে হবে। তাই দেশের সকল নাগরিক কে ঐক্যবদ্ব হয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে। ১৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা কমিটি কতৃক আয়োজিত মানবন্ধন সমাবেশে বক্তারা এ সব কথা বলেন। সুজন জেলা সভাপতি প্রফেসর এম এ বারীর সভাপতিত্বে বক্তারা আরো বলেন সরকারের নেওয়া উদ্যেগ কে দেশের সকল নাগরিকের সচেতন ভাবে পালন করতে হবে। একই সাথে নিজের ছেলে মেয়েরা কার সাথে মিশছে কোথায় যাচ্ছে তা খেয়াল রাখতে হবে। আর সরকার কে দলীয় দৃস্টি ভঙ্গির বাইরে এসে সব দল এবং মতের সর্বস্থরের মানুষ কে সাথে নিযে জঙ্গিবাদের বিরুদ্বে কঠোর ভুমিকা রাখতে হবে। এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সাবইকে এগিয়ে আসতে আহবান জানান বক্তারা। এতে বক্তাব্য রাখেন সুজন জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার-প্রকাশনা সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, সুজন জেলা সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এম জাবের, পৌর কাউন্সিলার মনজুমন্নাহার, সাংবাদিক দীপক শর্মা দীপু, নারী নেত্রী বুলবুল-এ- জান্নাত, সুজন শহর কমিঠির সভাপতি এপিপি এড, মোহাম্মদ বখতিয়ার, সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সদস্য জাফর আলম দিদার, মাস্টার ইকবাল এতে রুখো জঙ্গিবাদ রুখো সন্ত্রাস- ব্যানার নিয়ে মানবন্ধনে একাত্বতা প্রকাশ করেণ বাংলাদেশ সরকারি অবসর প্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃদ্ব এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান বাদল চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক মুক্তিযুদ্বা মুফিজুর রহমান, কোষাধক্ষ শফিক আহাম্মদ, সহ কোষাধক্ষ্য আবদুল মাবুদ, সদস্য আবদু রউফ সিদ্দিকি, গাজী ফিরোজ মামুন, মাহামুদুল হক, মোঃ ইদ্রিস, নাজমুল হক, মুক্তিযুদ্বা শহিদুল হক, মোহাম্মদ আলি প্রমুখ।


শেয়ার করুন