দেশের সব হিন্দু সংগঠন নিষিদ্ধের দাবি ওলামা লীগের

13600-400x232সিটিএন ডেস্ক:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ দেশের সব হিন্দু সংগঠন নিষিদ্ধ ঘোষণা ও সুরঞ্জিত সেনগুপ্তকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কারসহ ১০ দফা দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি সংগঠন।
শনিবার জাতীয় প্রেস কাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন : ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ীসহ ১৩টি ইসলামিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যথাযথভাবে পালনসহ ১০ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সব শ্রেণীর পাঠ্যপুস্তকে হজরত মুহাম্মদ সা:-এর জীবনী বাধ্যতামূলক, দেশব্যাপী মুসলমানদের উৎসব ভাতা প্রদান; ব্লগে, ওয়েবসাইটে, ইন্টারনেটে ইসলাম অবমাননাকর লেখা পোস্ট করলে পুলিশকে বাদি হয়ে মামলা ও সর্বোচ্চ শাস্তি প্রদান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নিষিদ্ধ ঘোষণা, সুরঞ্জিত সেনগুপ্তকে অসাম্প্রদায়িক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার, আইএসের তৎপরতা বন্ধ; জাগো হিন্দু পরিষদ, ইস্কন, হিন্দু বীর যুবসংঘ, বঙ্গসেনা, বঙ্গভূমি আন্দোলন, হিন্দু মহাজোট, বেদান্ত সাংস্কৃতিক মঞ্চ, সনাতন মৈত্রী সংঘ, আর্য সমাজের কর্মকা- বন্ধ ঘোষণার দাবি।


শেয়ার করুন