‘দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে’

03সিটিএন ডেস্ক:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ যাতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকতে না পারে সেজন্য আঘাত হানার চেষ্টা চলছে। দেশকে নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এ জন্য প্রয়োজন সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধতা। বিশেষভাবে আইন কর্মকর্তাদেরও এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহানগর পিপি অ্যাড. ফখরুদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুজিবুল হকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।
এর আগে সার্কিট হাউজে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নে ডিজিটাল অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারেও প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী। জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রকল্প পরিচালক মালিক আবদুল্লাহ্ আল-আমিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিনিয়র সহকারি জজ মুজাহিদুর রহমান প্রমুখ।
সেমিনারে আইনমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ সাত হাজার ৮৬০টি। প্রতি বছর মামলা দায়েরের সংখ্যা নিষ্পত্তির চেয়ে অন্তত কয়েক লাখ বেশি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে কমপক্ষে ৩-৪ বছর সময় লেগে যায়। তাই মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ব্যবস্থা করেছে। মামলাজট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগাতে হবে।


শেয়ার করুন