দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান জব্দ

ইসলাম মাহমুদ:

উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের দাম শত কোটি টাকার বেশি।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এগুলো জব্দ করে। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- ইয়াবা গড ফাদার হিসেবে পরিচিত বুজুরুছ মিয়া ও তার দুই সহযোগী ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০)। তারা সবাই উখিয়ার বালুখালীর বাসিন্দা।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, খবর পাওয়া যায় পালংখালী রহমতের বিল সীমান্তের ২০ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে ঢুকবে।

সেখানে পালংখালী বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ৬-৭ জন লোক বাংলাদেশ সীমান্তে ঢুকেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে যায়। এসময় তিনজনকে আটক করা হয়। পরে ওই বস্তাগুলোতে ২১ কেজি ৯০ গ্রাম আইস পাওয়া যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সাইফুল ইসলাম।


শেয়ার করুন