দেশের অবিশ্বাস্য জয়ে বাকরুদ্ধ মুমিনুল

সিটিএন ডেস্কঃ

তীরে এসে তরী ডুবার অনেক নজির আছে বাংলাদেশের। চতুর্থ দিন শেষে জয়ের সুবাস যখন আসছে মঙ্গানুই টেস্টে, তখন টেনশন চেপে বসেছিল ক্যাপ্টেন মুমিনুলের। রাতে ঠিক মতো ঘুমাতে পারেননি। মাথায় একটা জিনিস কাজ করছিল, দ্রুত কিউইদের অলআউট করে দিতে পারলে জয় সম্ভব।

পঞ্চম ও শেষ দিনে সেটা যখন সফল হলো। বাংলাদেশ জিতল ৮ উইকেটে ইতিহাস গড়ে, মুমিনুলের কাছে সব কিছু রোমাঞ্চকর মনে হয়েছে। সংবাদ সম্মেলনে তো অনেক জায়গায় ঠিক মতো কথাই বলতে পারলেন না। উল্লেখ করলেন, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় লিড নেয়ার পর জয়ের পথে এগিয়ে যায় দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে। ইবাদত হোসেন চৌধুরির দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষ করে ৫ উইকেটে ১৪৭ রানে। পঞ্চম দিনে তাদের ইনিংস শেষ হয় ১৬৯ রানে। লিড দাড়ায় ৪০ রানে। বাংলাদেশ তা টপকে যায় দুই উইকেট হারিয়ে।

ম্যাচ শেষে মুমিনুল জানালেন তার প্রতিক্রিয়া, ‘কালকে রাতে রুমে যাওয়ার পর সত্যি কথা আমি ঘুমাতে পারিনি। কারণ যখনই ৫ উইকেট পড়ে গেলো, আমার মনে হচ্ছিল ওরা বেশি রান করবে না। কম-টম করতে পারে। এই টেনশনে ঘুম কম হচ্ছিল।’

তিনি আরো বলেন, ‘কাল যখন ইবাদত চারটা উইকেট, দ্রুত ব্রেক থ্রু দিল, তখন মনে হলো, আমরা হয়তো এই টেস্ট জেতার দিকে যাচ্ছি। আজকে সকালে ওরা অলরাউট হওয়ার পর আরো মোটামুটি পরিষ্কার হয়। তবে আগে থেকে এক্সাইটমেন্ট অতটা ছিল না। টিভিতে যদি দেখে থাকেন, আমাদের মধ্যে অতিরিক্ত এক্সাইটমেন্ট ছিল না। আমরা শান্ত ও স্থির থাকার চেষ্টা করেছি।’

‘আমার মনে হয়, আমি ভাষায় বর্ণনা করতে পারব না। অবিশ্বাস্য জয় এটি। গতকাল রাতে সত্যি বলতে আমি ঘুমাতে পারিনি। কারণ চাপ অনুভব করছিলাম, ভাবছিলাম যে আজকে কী হবে।’

দেশের ক্রিকেটের দুর্দশার মধ্যে এই জয়টা খুব দরকার ছিল বলে মনে করেন মুমিনুল, ‘এই ম্যাচে জয়টা খুব জরুরি ছিল। গত ২ বছরে আমরা টেস্টে খুব একটা ভালো করতে পারিনি। টেস্টে উন্নতি করতে আমরা মুখিয়ে ছিলাম। এটা দলীয় প্রচেষ্টার ফসল, তিন বিভাগেই ভালো করেছি।’


শেয়ার করুন