দূর্বার গতিতে এগিয়ে চলা কক্সবাজার টাইমস

dsc_0029(0) copyমিনার হাসান
“গাহি সাম্যের গান-“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান”মানুষের পাশে, মানবতার পাশে-সত্য ও ন্যায় প্রকাশে সর্বশেষ মূহুর্তের সংবাদ পৌঁেছ দেওয়ার জন্য আমরা মানবতার কথা বলি” স্লোগানকে ধারণ করে, ২০১৩ সালে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বুকে পথচলা শুরু করে কক্সবাজার টাইম্স। তিনটি বসন্ত অতিক্রম করে, কক্সবাজার টাইম্স (সিটিএন) নিজেকে প্রতিষ্ঠিত করেছে জেলার ব্যতিক্রম ও শ্রেষ্ঠতম স্থানে। সম্প্রতি অনলাইন নিউজ ব্যাংকিং জরিপ মংস্থা অষবীধ.পড়স (এলেক্সা ডট কম) এ সিটিএন কক্সবাজার জেলার শ্রেষ্ঠ নিউজ পোর্টাল হিসেবে জরিপে উছে আসে। অল্প সময়ে, কক্সবাজারবাসীর প্রিয় নিউজ পোর্টাল হওয়ার পেছনে রয়েছে সিটিএন পরিবারের নিরলস পরিশ্রম ও দক্ষতা। সিটিএন শুধুমাত্র নিজেকে নিউজ পোর্টালে সীমাবদ্ধ রাখেনি, বুকে ধারণ করা মানবতার স্লোগানকে সামনে রেখে, পাশে দাঁড়িয়েছে অসহায় মানুষের। প্রতিবছর বন্যায় আক্রান্ত মানুষকে খাবার বিতরণ ও অর্থিক সহায়তা, শীতকালে শীত বস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ইত্যাদি সামাজিক কর্মকান্ড ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করছে সিটিএন পরিবার। এছাড়াও তরুণদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা, সৎ, দক্ষ্য সাংবাদিক গড়ে তুলার লক্ষ্যে প্রতিবছর আয়োজন করে যাচ্ছে ক্ষুদে সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচি। এতসব ব্যতিক্রম বৈশিষ্ট্যের কারনে খুব দ্রুত পাঠকদের মনে বিশ্বস্তের প্রতীক হয়ে উঠেছে কক্সবাজার টাইমস। তাই একজন সাংবাদিকদের উক্তিটি আমার বার বার মনে পড়ে, “সিটিএন, ঘরে বসে বিশ্বকে জানার মুক্ত জানালা” শুভ কামনা রইল কক্সবাজার টাইমস পরিবার ও পাঠকদের প্রতি। অপ্রতিরোধ্য গতিতে সিটিএন ছুটে চলুক সত্য, সুন্দর ও মানবতার পথে।

(মিনার হাসান, প্রধান সমন্বয়ক কক্সবাজার টাইমস পাঠক ফোরাম)


শেয়ার করুন