দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা হবে- দুদক কমিশনার

12002216_10204917161551012_4060084638244971253_nচীফ রিপোর্টার, সিটিএন:
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ জেলার বিভিন্ন প্রকল্পের দুর্নীতির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন। মঙ্গলবার বিকালের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সভায় উপস্থিত অনেকের ক্ষোভের জবাবে দুদক প্রধান এই আশ্বাসের কথা জানান। কক্সবাজার জেলার সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় দুদকের প্রধান ব্যক্তিকে পেয়ে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন দুর্নীতির ক্ষোভ ঝাড়নে অনেকে। সভায় মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প জেলায় সংঘটিত অনেক প্রকল্পের চিত্র তুলে উপস্থিতরা।
সভায় ড. নাসির উদ্দীন আরো বলেন, ‘সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন