দুর্ঘটনায় গুগলের চালকহীন গাড়ি

google-24711সিটিএন ডেস্ক

২০০৯ সাল থেকে চালকহীন গাড়ির পরীক্ষা চালিয়ে আসছে গুগল। তাও আবার রীতিমতো রাজপথে। নিজ দোষে দুর্ঘটনার কবলে পড়েছে এমন কথা শোনা যায়নি কখনো। তবে সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এক বাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয় লেক্সাস এসইউভি সিরিজের এক গুগল কার। ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগের সূত্র ধরে করা সে প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তার পাশের বালুর বস্তার সঙ্গে ধাক্কা ঠেকাতেই সেই দুর্ঘটনা ঘটে। গুগলের প্রতিটি পরীক্ষামূলক গাড়িতেই একজন রক্তমাংসের মানুষ উপস্থিত থাকেন, বিপদের মুহূর্তে যেন তিনি নিজে গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন। দুর্ঘটনায় পড়া গাড়িটিতেও চালক ছিলেন। তবে চালক ভেবেছিলেন, বাসটি হয়তো পাশ কাটিয়ে চলে যাবে। যা হোক, এ দুর্ঘটনায় কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুটি বাহনই ধীরগতিতে চলছিল। তবু দুর্ঘটনার দায় নিতে ‘কাঁধ পেতে’ দেবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়। ১৪ ফেব্রুয়ারি বিকেলে মাউন্টেন ভিউয়ের ব্যস্ততম এক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বছরের জানুয়ারি মাসে করা হিসাব অনুযায়ী ২২টি লেক্সাস এসইউভি এবং ৩৩টি ছোট আকারের অন্যান্য গাড়ি গুগলের এই চালকবিহীন গাড়িবহরের সঙ্গে যুক্ত আছে। এর আগে ডজন খানেক দুর্ঘটনার কবলে পড়লেও এর কোনোটিতেই গুগল কারের সমস্যা ছিল বলে খবর মেলেনি। যদিও বলা হয়েছে, প্রতিটি গুগল কারেই একজন চালক থাকেন, তবে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন গুগল কারের কৃত্রিম বুদ্ধিমত্তাকে একজন চালক হিসেবে গণ্য করেই রাস্তায় চলার অনুমতি দিয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়িও যে রাস্তায় চলা শুরু করবে, সে ঘোষণা থেকেই তা বোঝা যায়। তবে দুর্ঘটনার নতুন এই খবর জনমনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, সেটাই এখন দেখার বিষয়। মোটরযান বিভাগ ইতিমধ্যেই গুগলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছে


শেয়ার করুন