দুবাইয়ে এমিরেটস ফ্লাইটের জরুরি অবতরণ, ফ্লাইট ওঠানামা বন্ধ

ek-bg20160803172106দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইটগুলোকে দুবাইয়ের মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর অথবা শারজাহ বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (০৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। এরপর ফ্লাইটে আগুন ধরে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে।

তবে দ্রুতই যাত্রীদের বের করে আনায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। সব যাত্রীই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বোয়িং৭৭৭ সিরিজের ইকে-৫২১ ফ্লাইটটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থিরুভানান্থাপুরাম থেকে সকাল সোয়া ১০টার পর উড্ডয়ন করে।

প্রাথমিক ফ্লাইটটিতে ২৭৫ জন আরোহীর কথা জানালেও শেষ পর্যন্ত ২৮২ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন বলে এক টুইটে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এদিকে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরে যায়। অবতরণের পর এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফ্লাইটের আরোহীদের মধ্যে ২২৬ জন ভারতের, ২৪ জন যুক্তরাজ্যের, ১১ জন সংযুক্ত আরব আমিরাতের, ৬ জন যুক্তরাষ্ট্রের, ৬ জন সৌদি আরবের, ৫ জন ত‍ুরস্কের ও ৪ জন আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন বলে জানা গেছে।


শেয়ার করুন