দুদকের ওয়েবসাইট হ্যাক্ড

উদ্বোধনের ৩দিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক হয়েছে। বৃহস্পতিবার রাতে দুদকের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি একটি হ্যাকার গ্রুপ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ওয়েবসাইটে (িি.িধপপ.ড়ৎম.নফ)গিয়ে কালো রঙের একটি পেজ দেখা গেছে। সেখানে সাদা রং দিয়ে হ্যাকড বাই এফএস লেখা রয়েছে।

ওয়েবসাইটে ‘তুমি দিয়ো নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া’ নামক একটি গানও শোনা যাচ্ছে। হ্যাকড্ এর বিষয়ে রাতে দুদকের একাধিক পদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

গত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মো: বদিউজ্জামান।

উদ্ধোধনের সময় দুদক চেয়ারম্যান বলেন, ওয়েবসাইটের মাধ্যমে দুদক নতুন যুগে পদার্পন করলো। দুদকের বিভিন্ন কার‌্যাবলী স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। আর এ জন্য যে কেউ এক ক্লিকে যে কোনো স্থান থেকে দুদক সম্পর্কে জানতে পারবেন।

দাতা সংস্থা জিআইজেড’র আর্থিক সহযোগিতায় এ ওয়েবসাইট তৈরি করেছে দুদকের আইটি বিভাগ।


শেয়ার করুন