উখিয়ায় আওয়ামীলীগের

দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫০জনকে আসামী করে ৩টি মামলা

indexddষ্টাফ রিপোর্টার,উখিয়া
উখিয়ার বালুখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়। এ ঘটনায় বালুখালী এলাকার আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৫ জনকে আসামী রবিবার রাতে উখিয়া থানায় একটি অভিযোগ করেন। অপরদিকে এই ঘটনায় মৃত হোছন আলী’র ছেলে ইউপি সদস্য ফজল কাদের ভূট্টো বাদী হয়ে ১৭জন আসামী করে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে ছাত্রলীগ নেতা আলমগীর নিশা বাদী হয়ে তার মোটরসাইকেল পুড়ানো ঘটনায় ১৮জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করেছে বলে থানা সুত্রে জানা গেছে। বালুখালী এলাকায় এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, এ উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো ও একই ওয়ার্ডের হাজী আব্দুল মজিদের ছেলে যুবলীগ নেতা বখতিয়ার আহমদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এর জের ধরে গত ২৩ জানুয়ারী বিকালে বালুখালী পানবাজার এলাকায় দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষ বাধে। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল মজিদের অবস্থা গুরুতর। তাকে বর্তমানে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ রবিবার রাতে ২জনকে আসামী করে থানায় পৃথক ২টি মামলা রুজু করেছে। পরে গতকাল সোমবার ছাত্রলীগ নেতা আলমগীর নিশা বাদী হয়ে ১৮জনকে আসামী করে আরো একটি মামলা করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, বালুখালীতে সংঘঠিত ঘটনায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। পরে ১৮জনকে আসামী আরো একটি অভিযোগ এসেছে। পুলিশ মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।


শেয়ার করুন