দুই শতাধিক যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

e_88846সিটিএন ডেস্ক :

মিশরের সিনাই উপদ্বীপে ২১৭ জন যাত্রী এবং সাতজন ক্রু নিয়ে এ-৩২১ নামে রাশিয়ার কোলাভিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখ হতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মিসরের কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর বিবিসির।

মিসরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইলের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।

রাশিয়ান বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি শার্ম আল শেইখ থেকে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে রওনা হয়। সিনাই উপত্যকায় পৌঁছালে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটি যোগাযোগ হারায়। বাংলাদেশ সময় ২টা ১০ মিনিটে বিমানটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।

তবে বিমানটির নিখোঁজ খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ দাবি করেছে, শাম আল শেখ থেকে রাশিয়ার উদ্দেশে যাওয়া বিমানটি তুরস্কের আকাশে দেখা গেছে। তবে মিসরের মিডিয়াগুলো দাবি করেছে, বিমানটি সিনাইয়ের কাছে বিধ্বস্ত হয়েছে।

এদিকে রাশিয়ার মিডিয়াগুলো দাবি করেছে, বিমানটি সাইপ্রাসের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ হয়েছে।


শেয়ার করুন