দিল্লিতে ওবামা

obama1_0সিটিএন ডেস্ক:

ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে তিনদিনের সফরে দিল্লি এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি নয়াদিল্লি অবতরণ করেন।

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালাম বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান। মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সফরসঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ন্যান্সি প্যালোসিসহ আরো অনেকে। অভ্যর্থনার সময় মোদির সাথে ছিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। উষ্ণ আলিঙ্গনে দুই নেতা এসময় একে অপরকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মোদির সাথে এসময় আরো ছিলেন এয়ার কমোডর সিকে কুমার, শক্তিমন্ত্রী পিযূষ গয়্যাল, পররাষ্ট্রসচিব সুজাতা সিংহ, যুক্তরাষ্ট্রে ভারত রাষ্ট্রদূত ডক্টর এস জয়শংকর, ইন্ডিয়ান জয়েন সেক্রেটারি এমইএ বিনয় এম কয়াত্রা, ভারতের ডিফেন্স এটাচ ক্যাপটেন টিমোথি ম্যারিকেল, ভারতের চিফ অব প্রটোকল জয়দীপ মজুমদার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সাঈদ আখবারুদ্দিন বলেন, এটা একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ। ভারত-মার্কিন বন্ধনের নতুন দিগন্ত উন্মোচন করবে মার্কিন প্রেসিডেন্টের এই সফর।

প্রসঙ্গত, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেড প্রদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকছেন।

গতবছর সেপ্টেম্বরে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন-ভারত সম্পর্কোন্নয়নে হোয়াইট হাউজ সফর করেন। এর কয়েক ঘণ্টা পরই ওবামা মোদিকে নিয়ে যান মার্টিন লুথার কিং জুনিয়র মন্যুমেন্ট পরিদর্শনে। এ সফল ছিলো সম্পূর্ণই অনাকাঙিক্ষত।
গত নভেম্বরে এশিয়ান নেতাদের সাথে বার্মায় এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। ওবামাও সাথে সাথে রাজি হয়ে যান। এরই ফ্রলশ্রুতিতে সোমবার প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ভারত প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে যাচ্ছেন প্যারেড পরিদর্শনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, বিবিসি, সিএনএন, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স


শেয়ার করুন