দায়িত্ব বুঝে নিচ্ছেন লামা পৌরসভার নতুন মেয়র-কাউন্সিলরগণ

mayor lama ctnএম বশিরুল আলম, লামা প্রতিনিধি :

বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন নব নির্বাচিত মেয়র জহিরুল ইসলাম ও কাউন্সিলর বৃন্দ। লামা পৌর কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, ভারপ্রাপ্ত মেয়র ১৭ ফেব্রুয়ারি/১৬ দায়িত্ব ভার হস্তান্তর করার কথা ছিল। এসংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পত্রে আগাম দায়িত্বভার বুঝিয়ে দেয়ার নির্দেশনামতে নতুন মেয়রকে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে বলে সূত্রে জানাগেছে। এদিকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন উপলক্ষ্যে পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসির পক্ষ থেকে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৮ টায় কোরআন খতম ও মোনাজাত, বেলা ১১ টায় আলোচনা সভা ও ১২টায় মধাহ্নভোজ। নতুন মেয়রকে বরণ করার জন্য প্রায় ৪ হাজার মানুষ পৌরচত্বরে একত্রিত হবেন বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। কারোমতে আজ লোকেলোকারণ্যে ভরে উঠবে পৌর ভবন। এর আগে গত ২৪ জানুয়ারি/১৬ মেয়রসহ নব নির্বাচিত পরিষদ শপথ গ্রহন করেন। প্রসঙ্গত : ৩০ ডিসেম্বর/১৫ অনুষ্ঠিত লামা পৌরসভার ৩য় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে ৬৬০৬ ভোট পেয়েছিলেন তিনি, তার নিকটতম প্রতিধিন্ধি ধানের শীষ প্রতীকে সাবেক মেয়র আমির হোসেন পেয়েছিলেন- ২৮১৫ ভোট। লামাবাসি নতুন উদ্দীপনায়, ব্যাপক উন্নয়নের স্বপ্ন নিয়ে জাতির জনক কণ্যা শেখ হাসিনার তথা বীর বাহাদুরের মনোনীত প্রার্থীকে বিপুল সমর্থন দেন। এর আগে মার্চ/২০১৫ তারিখে তিনি বান্দরবান জেলা পরিষদের সদস্য মনোনীত হলে, হাজার হাজার লামাবাসি জড়ো হয়ে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরণকালের এক গণ সংবর্ধনা দিয়েছিলেন।


শেয়ার করুন