দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের উপর অব্যাহত হামলার ঘটনায় বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সেখানে থাকা বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দেশটিতে গত কয়েকদিন ধরে অভিবাসীদের ওপর হামলা চলছে। বিদেশিরা এসে স্থানীয়দের চাকুরী দখল করছে, এমন ক্ষোভ থেকেই এই হামলার শুরু। এর মধ্যেই অনেক অভিবাসী হামলায় নিহত হয়েছে, বিদেশিদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুট হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের সহসভাপতি মো: রেজাউল করীম খান ফারুক বলেন, কয়েকজন বাংলাদেশির প্রতিষ্ঠানেও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যরাও আতঙ্কে রয়েছেন।  শহরের বাইরে তো বটেই, অনেক শহর এলাকাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মূলত আফ্রিকান অভিবাসীদের উপর স্থানীয়দের আক্রোশ থাকলেও, অন্য বিদেশিদের উপরও হামলার ঘটনা ঘটছে। বিদেশি মালিকানার অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে বলে জানা গেছে। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দেশটিতে এসব হামলার প্রতিবাদে জিম্বাবুয়ে হারারেতে কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে । বিবিসি


শেয়ার করুন