ত্রাণ বিতরনের নামে সরকারী দলের তামাশা -লুৎফুর রহমান কাজল

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উপকুলে বয়ে যাওয়া ঘুর্নিঝড় মোরার আঘাতে আক্রান্ত মানুষ কে ত্রান বিতরনের নামে সরকারি দলের নেতারা তামাশা শুরু করেছেন মন্তব্য করেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, সরকারী দলের নেতাদের এহেন বৈষম্য ও প্রহসন মুলক আচরনে কক্সবাজার বাসীকে মর্মাহত করেছে, যেখানে সরকারি হিসাব মতে ক্ষয়-ক্ষতি হয়েছে ৫০ হাজার ঘর বাড়ি, স্কুল মাদ্রাসা, এবং লন্ড ভন্ড হয়েছে উপকুলীয় বেড়িবাঁধ।
অথচ সরকার দলীয় মন্ত্রীরা এসে নামে মাত্র ত্রান হিসেবে (৫ কেজি চাল জন প্রতি) বিতরন করেন। বঞ্চিত হয়েছে বৃহত্তর ইদগাহসহ অনেক এলাকা, এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিস্ঠানগুলো জরুরী মেরামত প্রয়োজন। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে পুনর্বাসন প্রয়োজন। যৌক্তিক কারনে জনপ্রতিনিধিদের সাথে ত্রান পুর্নবাসন প্রক্রিয়ায় জেলাপ্রসাশন, সেনাবাহিনী কেও অন্তভুক্ত করা সময়ের দাবী । জাতীয় অর্থনীতি তে হাজার হাজার কোটি টাকার যোগানদাতা ককসবাজার বাসী, বিপদের সময় সরকারের আন্তরিক সহানুভতি কামনা করেন।


শেয়ার করুন