তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ : পুলিশ-শ্রমিক সংঘর্ষ

2015_11_09_14_18_39_oHFho3vv3sWhaZFIr1pGlkvAywUo2o_originalসিটিএন ডেস্ক :

রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। আহত জসিম উদ্দিনকে (৪০) ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। ঢামেক সূত্র জানিয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

সোমবার সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের লোকজন পূর্ব ঘোষণা অনুযায়ী ট্রাক স্ট্যান্ডটি উচ্ছেদ করতে যায়। উচ্ছেদ অভিযানে রেলমন্ত্রীও উপস্থিত আছেন। দুপুর ২টার দিকে রেলমন্ত্রী উপস্থিত হন। এ সময় দখলদাররা ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এসময় পুলিশের গুলিতে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে মেয়র আনিসুল হকও উপস্থিত রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘তেজগাঁওয়ের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সাধারণ মানুষের জন্য। এটা মেয়রের (আনিসুল) একার সমস্যা নয়। এটা সবার সমস্যা। তাই সবাই সহযোগিতা করুন।’


শেয়ার করুন