তুমব্রু সীমান্তে এখনো চলছে গোলাগুলি

সিটিএনঃ

মিয়ানমারের ছোঁড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশের অভ্যন্তরে শূণ্যরেখায় অবস্থান করা বেশ কয়েকজন হতাহতের পরও গোলাগুলি থামেনি সীমান্তে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সীমান্তের কাছাকাছি গোলাগুলি চলছে। এতে সীমান্তের এপারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতেই সীমান্তের কাছের ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। একইসাথে ঝুঁকিপূর্ণ স্থানের লোকজনকে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।

বান্দরবানের ঘুমধুম তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দীল মোহাম্মদ জানান, শুক্রবারে রাতে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেলের আঘাতে হতাহতের ঘটনায় রোহিঙ্গাসহ স্থানীয় সব লোকজনের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে শনিবার সকাল থেকে আবারও গোলাগুলির শব্দ আসলে আতঙ্ক চরম আকার ধারণ করে। এখন সীমান্তের কাছাকাছি থাকা প্রায় দুই শতাধিক লোকজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

দীল মোহাম্মদ জানান, শনিবার সকালেও কয়েকটি গোলার বিকট শব্দ হয়েছে। তাই সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় নিরাপত্তার বিষয় মাথায় রেখে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র সরিয়ে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয়েছে। সকালে পরীক্ষার্থীদের কয়েকটি বাসে করে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এনে পরীক্ষা শেষে আবারও তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি আহত হন। এর কয়েক ঘণ্টা পর রাতে ভয়াবহ মর্টার সেল আঘাত হানে। বিচ্ছিন্নভাবে তিনটি মর্টার শেল বিস্ফোরণ হয়। এতে এক রোহিঙ্গা যুবকসহ ৫ জন আহত হয়।


শেয়ার করুন