কক্সবাজারে

তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ১২ জানুয়ারি শুরু

img_20170111_215219নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজার শহরের (শহীদ দৌলত ময়দান) পাবলিক হল মাঠে ১২ জানুয়ারী শুরু হচ্ছে ‘ ডিজিটাল উদ্ভাবনী মেলা।’ তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে ১৪ জানুয়ারি।
মেলায় জনগণের দোরগোড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অনলাইনে পাওয়া- যায় এমন সেবা সমূহ প্রদর্শন করা হবে।
এছাড়াও ই লার্ণিং, কুইজ প্রতিযোগিতা, তরুণ উদ্ভাবকের কার্যক্রম প্রদর্শনসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
১২ জানুয়ারি সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন কক্সবার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সমাপনী দিনের (১৪ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগ) মোঃ মোস্তাফিজুর রহমান।
এ উপলক্ষে বুধবার (১১ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের সেবা সম্পর্কিত বিষয়ে জানাতে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
তিনি বরেণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় ই-সেবার মাধ্যমে নাগরিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সাধারণ মানুষদেরকে এ সম্পর্কে অবহিত এই মেলার আয়োজন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম মজুমদারসহ সাংবাদিকেরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পি.এম ইমরুল কায়েসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মেলায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


শেয়ার করুন