তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানেই শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কাউন্টার টেরোরিজম অভিযান হিট স্ট্রং-২৭ এ সাম্প্রতিক সকল জঙ্গি হামলার হোতা তামিম চৌধুরী নিহত হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানেই শেষ।

শনিবার সকালে ওই অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন। এর পর দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপন তথ্যেই জানা গিয়েছিলো তামিম চৌধুরী এখানে রয়েছে। তার ভিত্তিতেই সোয়াটবাহিনীসহ এই অভিযান পরিচালনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি তামিম চৌধুরী কানাডিয়ান নাগরিক। নাশকতায় জড়িত বলে তার বিরুদ্ধে গোয়েন্দারা লেগে ছিলো। অবশেষে তার অবস্থান এই জঙ্গি আস্তানায় বলে জানা গেলে রাতেই অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে সারেন্ডারের আহবান জানায়। পরে সোয়াট টিম যায় ঘটনাস্থলে । তারা সারেন্ড‍ার করতে বললে জগিঙ্ টিম গুলি ছোঁড়ে। সোয়াত টিম সকালের দিকে তারা অ্যাকশনে যায়। এতে তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত হন।

বাংলার জনগণ এদের পছন্দ করে না, সরকারও এদের প্রশ্রয় দেবে না, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


শেয়ার করুন