তামিমের চোখে মুস্তাফিজ

news_imgসিটিএন স্পোর্টস ডেস্ক :

‘সে যখন বোলিংয়ে আসে তখন আমরা সব সময় ফিল করি যে কিছু একটা হবে। আমাদের সাফল্যের পেছনে ওর অনেক অবদান। আমাদের শেষ চার-পাঁচটা সিরিজে যে সাফল্য এবং যে রেকর্ড হয়েছে তাতে সে একটা মূল নায়কের ভূমিকা পালন করেছে’- বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান সম্পর্কে এভাবেই সাজিয়ে বললেন তামিম ইকবাল।

তৃতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নায়ক মুস্তাফিজই। যদিও ম্যাচসেরার পুরস্কার ওঠেনি তার হাতে। ৭৩ রান করেন তামিমই হয়েছেন ম্যাচসেরা। এতে  বিস্মিত তামিমও, ‘একটু বিস্মিত। আসলে আমরা জানি, পাঁচ উইকেট বেশি ডিজার্ভ করে। মনে হচ্ছিলো সেকেন্ড কোনো অ্যাওয়ার্ড পাব।’

মুস্তাফিজের বোলিংয়ের বিপক্ষে নিজের অভিজ্ঞতার কথাও জানালেন তামিম, ‘সে চালাক ক্রিকেটার। বিপিএল খেলা আছে বলে স্লোয়ার করে না। তার বল খেলা কঠিন তো অবশ্যই। নতুন খেললে যেরকম কঠিন মুস্তাফিজ; আমার জন্যেও একই। এর

আগে তাকে কোনো জায়গায় খেলিনি। নেটে দুই-তিনবার ব্যাটিং করেছি। মুস্তাফিজকে যারা প্রথমবার মোকাবেলা করে, তাদের জন্যে সাবলীল খেলা কঠিন না, অসম্ভব।’

ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজ হয়ে উঠেছেন বাংলাদেশ দলে তুরুপের তাস। ৯ ওয়ানডে খেলেই নিয়েছেন ২৬ উইকেট। মুস্তাফিজের সাফল্যের গতিতে এগোচ্ছে বাংলাদেশও।


শেয়ার করুন