তাজিয়া মিছিলে হামলার ঘটনায় তদন্ত কমিটি

2015_10_24_17_41_02_kly94DGbkeus0odAGhgDQn9BBVgM9B_originalসিটিএন ডেস্ক :

রাজধানীর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে মধ্যরাতে বোমা হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ক্রাইম) শেখ মুহাম্মদ মারুফ হাসানকে প্রধান করে এ কমিটি করা হয়।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি জাহাঙ্গীর আলম সরকার।

কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) মারুফুর রহমান খালিদ।

কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে।

এ ঘটনায় আব্দুল কাদের জিলানী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি জাহাঙ্গীর আলম সরকার।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।


শেয়ার করুন