তরুণীর পেটে এক হাজার ১১০টি পাথর!

rare-gallbladder_105250সিটিএন ডেস্ক :

পেট ব্যথা। তারপর হাসপাতালে ভর্তি। অতঃপর অস্ত্রোপচারে পেটে মিলল ১ হাজার ১১০টি পাথর। বিরল অভিজ্ঞতার সাক্ষী পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতা নগরীর ভবানীপুরে অবস্থিত এসএসকেএম হাসপাতালে।

জানা গেছে, কিছুদিন আগে পেটে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কোমল বাজাজ নামে ২০ বছর বয়সী এক তরুণী। নিউ আলিপুর কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর গলব্লাডার অপারেশন করেন চিকিত্সক মাখনলাল সাহা। অস্ত্রোপচারের পর দেখা যায় পেট থেকে বেরিয়েছে ছোট ছোট অনেকগুলো পাথর। পরে গুনে দেখা যায় এ সংখ্যা মোট এক হাজার ১১০টি।

এ ঘটনার পর অবাক হয়ে যান চিকিত্সকরা। এর মাসকয়েক আগে এসএসকেএমে এক রোগীর পেট থেকে ৩৬০টি পাথর পাওয়া যায়অ। সেবারও চমকে গিয়েছিলেন চিকিত্সকরা।


শেয়ার করুন