তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবিশ্বাষ্য উন্নতি হয়েছে–অতিরিক্ত সচিব আইসিটি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ( পরিকল্পনা ও উন্নয়ন ) সুশান্ত কুমার সাহা বলেন, সেই ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা “ডিজিটাল বাংলাদেশ” কে আর তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ডিজিটাল বাংলাদেশের স্বাদ এখন সকলেই পাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবিশ্বাষ্য উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্টানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাস চালুর পাশাপাশি সারাদেশে ২০০১টি শিক্ষা প্রতিষ্টানে ডিজিটাল ল্যাব স্থাপন ও ল্যাপটপ সহ নানান প্রযুক্তি উপকরণ পেয়েছে। কক্সবাজার জেলার ৩০ টি প্রতিষ্টানের ভাগ্যেও ল্যাব জুটেছে। স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যকর ব্যবহার সুনিশ্চিতকরন উপলক্ষে ৭ সেপ্টেম্বর বুধবার সকালে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি এসব ল্যাবের সুষ্টু ব্যবহারে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভ’মিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসাক মো: আলী হোসেন। তিনি বলেন জেলায় স্থাপিত ল্যাবসমূহ যাতে সঠিক ব্যবহার হয় সে ব্যাপারে প্রশাসনের নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে। সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এড: সিরাজুল মোস্তফার সভাপতিত্বে আযোতি অনুষ্টানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি পরিচালক আকতার হোসেন। বক্তব্য রাখেন রামু কলেজের সহকারী অধ্যাপক আকতার জাহান, কুতুবদিয়া বড়ঘোপ মাদ্রাসার প্রভাষক আবুল কালাম ও দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফ প্রমূখ। অনুষ্টানে ল্যাব ব্যবহার নীতিমালা পাঠ করেন সহকারী প্রোগ্রামার মো: আক্কাস। অনুষ্টানে জেলায় ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্টান প্রধান ও আইসিটি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে উপস্থিতিবৃন্দের কাছ হতে খোলমেলা মতামত নেয়া হয়।


শেয়ার করুন