ঢাবি কক্সবাজার-রামু ছাত্র পরিষদের ইফতার ও আলোচনা সভা

dhabi cox-ramuসংবাদ বিজ্ঞপ্তি :

মেধাবী ছাত্র ছাত্রীদের সংঘটন ঐতিহ্যবাহী ককসবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মত এবারও ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। শুক্রবার (১জুলাই) অভিজাত হোটেল সী ওয়াল্ডে ওই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি সেলিমের সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বৃহত্তর ককসবাজার ছাত্র পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সিটিএন টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সরওয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র সালাউদ্দিন কাদের রাসেল, সিটিএন টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।

13548900_10206668023360566_1100815087_o

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী তাঁর ব্ক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ককসবাজার ছাত্র পরিষদ হলো ঢাকায় ককসবাজারের প্রতিনিধিত্বকারী দূতাবাসের মত। বিভিন্ন ইস্যুতে তাদের ভূমিকা হবে দূতাবাসের কর্মকর্তাদের ন্যায়।
ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী বলেন, ককসবাজার সরকারী কলেজে মাস্টারস কোর্স এবং অনার্স কোর্সের দাবীসহ অন্য আরো অনেক ইস্যুতে যেমন কক্সবাজার ছাত্র পরিষদের ভূমিকা ছিল গুরুতপুরণ। একইভাবে সেই ধারাবাহিকতায় এখনও ককসবাজার ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ককসবাজারের সামগ্রিক উননয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি সরওয়ার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়–ুয়া কক্সবাজারের ছেলে-মেয়েদের কাছ থেকে আমরা চাই কক্সবাজারকে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখতে।
বিশেষ অতিথি রাসেল বলেন, কক্সবাজার-রামুকে উন্নতর করার জন্য ছাত্র পরিষদকে কাজ করতে হবে।
কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে অন্যান্যদের মাঝে আরো ব্ক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, আনোয়ার ইসলাম, আনোয়ার সাহাদাত, রিদোয়ান ইসলাম, শফিউল্লাহ কাউসার এবং ইউবীন ছিদ্দীকি।
আলোচনা সভা শেষে ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনষ্ঠানের সমাপ্তি টানা হয়।


শেয়ার করুন