ঢাকা ভেঙে আরেকটি বিভাগ হবে

image_115131_0সিটিএন ডেস্ক:

ঢাকা: ঢাকাকে ভেঙে আরো একটি বিভাগ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ময়মনসিংহকে বিভাগ করার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।  নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
নতুন বিভাগ হলে প্রশাসনিক কাজ আরো দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। জনপ্রশাসনের দীর্ঘসূত্রতা দূর করে মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়ানোরও তাগিদ দেন শেখ হাসিনা।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিসিএসসহ অন্যান্য বিভাগে শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য পাঁচ বছর খুব কম সময়। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়নে গতি আসে। দেশ এগিয়ে যায়।

মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়িয়ে দক্ষতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জনপ্রশাসনের কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে প্রতিটি জেলায় ফ্ল্যাট করতে দ্রুত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শেয়ার করুন