ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

dh20150630221524নিজস্ব প্রতিনিধি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩২জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড এর যৌথ অর্থায়নে। ০৯ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।বৃত্তিপ্রাপ্তরা হলেন যথাক্রমে ফিন্যান্স,একাউন্টিং ইনফরমেশন সিস্টেম,ম্যানেজমেন্ট স্টাডিস,ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স,ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম,ইন্টারন্যাশনাল বিজনেস,ট্যুরিজম এন্ড হসপিটিলিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব:) ডা. মো. রেজাউল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস মোহাম্মদী খানম উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের মানব সম্পদ উন্নয়নে এগিয়ে আসার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান এবং মেধাবীদেরকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কর্পোরেট হাউসে ‘শিক্ষা ঋণ’ এবং ‘পেইড ইন্টার্নশিপ’ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপ করেন।বিশ্ববিদ্যালয় উপাচার্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান।তিনি ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।


শেয়ার করুন