ডোকলাম চীনের অংশ, মানতে নারাজ ভারত!

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিতর্কিত ইস্যু ‘ডোকলাম’ নিয়ে ভারত-চীনের তর্ক যেন কিছুতেই মিটছে না। ভারত-চীন দুই দেশই ডোকলাম থেকে সেনা সরিয়ে নিলেও ফের ডোকলামকে নিজেদের অবিচ্ছেদ্য বলে দাবি করল চীন।

বেইজিং জানিয়ে দিল, ওই ভূখণ্ডে চীনা শাসনই জারি থাকবে।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবরে বলা হয়, ডোকলামে পিপলস লিবারেশন আর্মির অবস্থান সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ডোকলাম সবসময়ই চীনের অংশ ছিল, আছে, থাকবে। ওই এলাকায় চীনের শাসন চলবে। ’ বেইজিংয়ের দাবি, চীনা সার্বভৌমত্ব বজায় রাখতেই চীনা সেনা ওই এলাকায় টহলদারি চালাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দাবি করছে, বিতর্কিত এলাকা থেকে চুক্তি মেনেই চীন সরকারিভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

বিশেষজ্ঞ মহল মনে করছেন, সরকারিভাবে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে সেনা প্রত্যাহারের কথা বললেও চোরাগোপ্তাভাবে ওই এলাকায় পিএলএ এখনও মোতায়েন রয়েছে। ভারত যদিও চীনের এই পদক্ষেপকে এখনই গুরুত্ব দিতে নারাজ। নয়াদিল্লির আনুষ্ঠানিক বিবৃতি, ‘ডোকলামে নতুন করে চীনা সেনার কোন গতিবিধি নজরে আসেনি। ২৮ আগস্ট থেকেই দুই দেশ নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডোকালামে কোন রকম পরিকাঠামো নির্মাণের কাজ মেনে নেওয়া হবে না। কারণ ডোকালামে রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হলে চীন সহজেই ওই রাস্তা ব্যবহার করে ‘চিকেন নেক’-এ পৌঁছে যাবে। চিকেন নেক-এ পৌঁছে যাওয়ার অর্থ হল ভারতের ঘাড়ের উপর নিশ্বাস ফেলবে চীন।


শেয়ার করুন