বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় সিভিল সার্জন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে

1এম.এ আজিজ রাসেল

কক্সবাজার সিভিল সার্জন অফিসার বলেছেন, ডায়াবেটিস বর্তমান বিশ্বে অন্যতম ব্যাধি। প্রতি বছর বিশ্বে এ রোগে আক্রান্ত হয়ে ২৭ লাখ মানুষ মারা যায়। এছাড়া অন্যান্য রোগে মারা যাচ্ছে ১০ লাখ মানুষ। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবাই আরো সচেতন হতে হবে। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার হল রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কক্সবাজার সিভিল সার্জন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, উপযুক্ত খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, শরীরের ওজন নিয়ন্ত্রণ, ধুমপান বর্জন, ওষুধ খাওয়াসহ একটু সতর্ক হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। ওচাপ্রু মারমার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার মাহবুব, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, সদও এমওডিসি ডাঃ রঞ্জন বড়–য়া ও মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র সরকার।
সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ করুণা বেপারী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার মাঈনুল ইসলাম, পিএইচডি প্রতিনিধি জহিরুল ইসলাম, ইফসা প্রতিনিধি, মোঃ হারুন, এসিএফ প্রতিনিধি মোতাহের হোসেন, এফডিএসআর প্রতিনিধি মোঃ ঈসা, এফবিএবি প্রতিনিধি মোঃ ইকবাল ও ব্রাক প্রতিনিধি অজিত নন্দী। এর আগে সকাল ৯টায় “সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” এ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন কার্যালয় থেকে ঘোড়ার গাড়ি, বাদক দলসহ একটি র‌্যালী বক্ষব্যাধি হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা অংশ নেয়।


শেয়ার করুন