ডাম্পারের ধাক্কায় জেলা পিকাপ ও মিনিট্রাক চালক সমিতির সম্পাদক নিহত

acci_1-552x540-552x540কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে।

গাড়ীর ধাক্কা এতই শক্তিশালী ছিল যে, ওই যুবকের মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে মরদেহ পড়ে রয়েছে। ঘাতক গাড়ীটি আটক করেছে পুলিশ। চালক-হেলপার পালিয়ে গেছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, নিহত যুবকের নাম খোরশেদ আলম। তিনি জেলা পিকাপ ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদ শফি উল্লাহ আনচারীসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

এলাকাবাসীর ভাষ্য, নিহত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে শহর থেকে কলাতলী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঘাতক ডাম্পারটি তাকে ধাক্কা দিলে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারায়।

এলাকাবাসী এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেছে। বিশেষ করে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সড়কে যান চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল। তবে, পুলিশ পরিস্থিতি শান্ত রেখেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।


শেয়ার করুন