ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে নবাগত দুষ্টু ব্যক্তি : রুহানি

বিবিসি বাংলা

ডোনাল্ড ট্রাম্প ও হাসান রুহানিডোনাল্ড ট্রাম্প ও হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন।
গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে পরমাণু চুক্তির সমালোচনা করেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যে কয়েকটি দেশের শাসকগোষ্ঠী দুষ্টচক্রের মতো ইরান তাদের মধ্যে অন্যতম। মি: ট্রাম্প বলেছিলেন, ইরানের সাথে সে চুক্তিটি ছিল আমেরিকার জন্য বিব্রতকর।
ইরানের প্রেসিডেন্ট তাঁর ভাষণে আমেরিকার প্রেসিডেন্টকে পাল্টা আঘাত করে বলেন, মি: ট্রাম্প হচ্ছেন ‘আন্তর্জাতিক রাজনীতিতে নবাগত দুষ্টু ব্যক্তি’
মি: রুহানি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি পরমাণু চুক্তি ভেঙ্গে দেন তাহলে সেটি বড় হতাশার বিষয় হবে।
প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সম্পাদিত এ চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প সবসময় সমালোচনা করে আসছেন।
২০১৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির সাথে পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি করে ইরান।


শেয়ার করুন