জলাবদ্ধতার নিরসন

টেকনাফ নতুন পল্লান পাড়ার কর্মসৃজনের আওতায় খাল খনন

Exif_JPEG_420

আমান উল্লাহ আমান, টেকনাফ॥

টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মেইন রোড ব্রীজ হতে পশ্চিম-উত্তর দিকের মকবুলের বাপের ব্রীজ পর্যন্ত খাল খনন ও সংস্কার কাজ শুরু করায় জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে এলাকাবাসী। ২০১৫-২০১৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপি) ২য় পর্যায়ে ২২ জুন সকাল ১০ টায় খাল খনন কাজ শুরু করে। অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর ৪০ দিনের খাল খনন ও সংস্কারের কাজ ৫৫ জন নর-নারী শ্রমিক দৈনিক ৫ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন খাল খনন কাজ করছে। এসময় উক্ত প্রকল্প সভাপতি উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম বাস্তবায়িত প্রকল্পের কাজ তদারকি করেন। খাল খনন প্রকল্প কাজটি সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে শতশত এলাকাবাসী পরিত্রাণ পাবে।


শেয়ার করুন