টেকনাফ উপজেলা যুবলীগের উদ্যেগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

unnamed (3)হেলাল উদ্দিন, টেকনাফ :

দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও বিকাল আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে টেকনাফ উপজেলা যুবলীগ। ১১ নভেম্বর সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়।

বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগ কার্যালল হতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা যুবলীগের বিশাল আনন্দ মিছিল বের হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। বিকাল ৪টায় আ’লীগ কার্যলয়ে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাঃ সম্পাদক ফজলুল কবিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের সহ-সভাপতি, টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জামাত-বিএনপির নশাকতা প্রতিরোধ করতে হবে। দলে ঢুকে পড়া আগাছা মুক্ত করে (নব্য আ’লীগ মুক্ত) সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এছাড়া ১৫ আগষ্টের ইতিহাসের নির্মম হত্যাকান্ডে নিহত জাতির জনক বঙ্গবন্ধুর ছায়া সঙ্গি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: শফিক মিয়া, সাধারণ সম্পাদক নুরুল বশর, সহ-সভাপতি এইচ.এম ইউনুছ বাঙ্গালী, জহির হোসেন এম.এ, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম, পৌর আ’লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক নজীর আহাম্মদ সীমান্তউপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও: রফিক উদ্দিন, সদর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম (সিরাজ মেম্বার), সাধারণ সম্পাদক গুরা মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমূখ।


শেয়ার করুন