টেকনাফে ৪৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
টেকনাফে ৪৬ কোটি ৮১ লক্ষ ৯৩ হাজার ৬৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অফিস বিল্ডিং এর সামনে অনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান পিএসসি, টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহম্মদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান, টেকনাফ কাষ্টস এক্সসাইজ ও ভ্যাট কর্মকর্তা সুদীপ্ত শেখর দাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কমীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪৫ কোটি ৭১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকার ইয়াবা, ১ লক্ষ ৩০ হাজার ৫৫০ টাকার গাঁজা, ৬৯ হাজার ২০০ টকার ফেন্সিডিল, ২ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকার বাংলা/চোলাই মদ (লিটার), ৪৫ লক্ষ ৯৩হাজার ২৫০ টাকার আন্দামান গোল্ড বিয়ার ক্যান, ২২ লক্ষ ৪ হাজার ৫০০ ডায়াবল বিয়ার ক্যান, ৭৭ হাজার ৭৫০ মিয়ানমার ক্যান, ১১ লক্ষ ১০০০ টাকার  ম্যান্ডেলা রাম মদ, ৭ লক্ষ ৯৬ হাজার টাকার কান্ট্রি ড্রাইজিন মদ, ৬ লক্ষ ৩৬ হাজার টাকার মিয়ানমার মদ,  ৩৬ হাজার টাকার  গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন মদ, ১৫০০ টাকার  হিরো হুইস্কি মদ,  ৯১ হাজার ৫০০ গ্রান্ড হুইস্কি মদ, ১ লক্ষ ৪৪ হাজার টাকার জন্সস হুইস্কি মদ, ৭ লক্ষ ৮৯ হাজার টাকার গ্লান মাষ্টার মদ, ৫০ হাজার ২৫০ টাকার চেইঞ্জ বিয়ার এবং ৪৫ হাজার ২৫০ টাকার হেইন কিন বিয়ার।
৪২ বিজিবির অধিনায়কের মুখপাত্র ও অতিরিক্ত পরিচালক মো: নাজমুস সাদাত সৌম্য জানান, গত বছরের ১৫ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।


শেয়ার করুন