টেকনাফে ৩৪টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

002আমান উল্লাহ আমান, টেকনাফ :

টেকনাফ উপজেলার ৩৪টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাটমিন্টন, ক্রিকেট, ভলিবল, ক্যারাম ও দাবা। ১ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্টান প্রধানগণের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

টেকনাফ উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০১৪-২০১৫ অর্থবছরে ক্রয়কৃত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক ক্লাব সমুহে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসংক্রান্ত গঠিত প্রকল্প কমিটির সভাপতি টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ একেএম হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্টানগুলো হচ্ছে- বড় হাবিবপাড়া সরকারী প্রাইমারী স্কুল, জিনজিরা সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া সরকারী প্রাইমারী স্কুল, হারিয়াখালী সরকারী প্রাইমারী স্কুল, দৈংগাকাটা সরকারী প্রাইমারী স্কুল, মায়মুনা সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, শামলাপুর সরকারী প্রাইমারী স্কুল, কেরুনতলী সরকারী প্রাইমারী স্কুল, সাবরাং সরকারী প্রাইমারী স্কুল, লম্বরী সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ উত্তরপাড়া সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল, আলীরডেইল সরকারী প্রাইমারী স্কুল, মুন্ডারডেইল সরকারী প্রাইমারী স্কুল, দক্ষিণ শীলখালী সরকারী প্রাইমারী স্কুল, উত্তর শীলখালী সরকারী প্রাইমারী স্কুল, নোয়াখালীয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুল, বড়ডেইল সরকারী প্রাইমারী স্কুল, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল, টেকনাফ উপজেলা আদর্শ কেজি স্কুল, এজাহার গার্লস হাইস্কুল, হ্নীলা গার্লস হাইস্কুল, বর্ডারগার্ড পাবলিক স্কুল, মলকাবানু হাইস্কুল, সাবরাং হাইস্কুল, সাবরাং কেজিস্কুল, ৩য় শ্রেনী সরকারী কর্মচারী ক্লাব, ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী ক্লাব, টেকনাফ পাইলট হাইস্কুল, সাবরাং সিকদারপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতি, পল্লানপাড়া যুব উন্নয়ন ক্লাব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও হ্নীলা হাইস্কুল।


শেয়ার করুন