টেকনাফে হাতির আক্রমনে ৩ রোহিঙ্গা শিশু আহত

Picture1-1438250099আমান উল্লাহ আমান, টেকনাফ
টেকনাফের হ্নীলায় পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়েছে ৩ রোহিঙ্গা শিশু। গুরুতর আহত ৩ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৬ জানুয়ারী সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির একদল লোক পার্শ্ববর্তী পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাহাড়ে কাঠ সংগ্রহকালে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল তাদের সামনে চলে আসে এবং আক্রমণ চালায়। এতে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির ই-ব্লকের ৮১নং রোমের মোঃ আয়ুবের পুত্র আব্বাস মিয়া (১৪), ৮৩নং রোমের কবির আহমদের পুত্র হোছন আহমদ (১২) ও বি-ব্লকের ১৯১নং রোমের নুর মোহাম্মদের পুত্র মোঃ নুর (১৩) কে হাতির আক্রমনে গুরুতর আহত করে। সর্ঙ্গীয় লোকজন হৈ ছৈ শুরু করলে হাতির পাল পাহাড়ে চলে যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করে বস্তিতে কমর্রত এনজিও আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদের মধ্যে আব্বাসের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বস্তির চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।


শেয়ার করুন