টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-দাখিল পরীক্ষা শুরু

???????????????????????????????
শামসুল আলম শারেক, টেকনাফ: 
সীমান্ত উপজেলা টেকনাফে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষ্যে ৬ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় কেন্দ্র গুলি মুখর হয়ে উঠে। সকাল ১০টায় রঙ্গিখালী মাদ্রাসা হল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন। এসময় ইউএনও কেন্দ্র ব্যবস্থপনার উপর সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিক্ষার্থীদের এবং কেন্দ্রে যাতে কোন ধরণের বিশৃংঙলা না হয় হল সচিব, সুপার ও তত্ত্বাবধায়কের সতর্ক দৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম.ইউনুছ বাঙ্গালী, মাদ্রাসা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এইচ.কে.আনোয়ার সিআইপি. সদস্য হাপেজ আবু সাইয়্যিদ, উপজেলা সিনিয়র মৎস অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোর্শেদ, একাডেমীক সুপার ভাইজার নুরুল আবসার, থানার সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান, উপ পরিদর্শক আবুল কালাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য স্থানীয় মেম্বার আলহাজ্ব শফিক আহমদ, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোছাইন, কেন্দ্র তত্ত্বাবধায়ক মাওলানা আমির আহমদ, কেন্দ্র সদস্য অধ্যক্ষ ফরিদুল আলম নুরী, উপাধ্যক্ষ ফরিদুল ইসলাম, অধ্যাপক মোঃ জাকারিয়া, সুপার মোশতাক আহমদ, ফখরুল ইসলাম ফারুকী, মুফিজ আহমদ ইকবাল, মাওলানা হাছান আহমদ, মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা ফোরকান আহমদ, মাষ্টার জাফর আলম, মোঃ জমির উদ্দিন, সাংবাদিক ছালাহ উদ্দিন, জসিম উদ্দিন টিপু সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এবারে পুরো উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৩টি শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহণ করেছে। ২টি স্কুলের পরীক্ষা কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্টান অপরদিকে ১টি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্টান অংশ নিয়েছে বলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের হল সুপার সুত্র নিশ্চিত করেছে। রঙ্গিখালী দাঃ উঃ ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে ১০টি প্রতিষ্টানের ৩২৩জনের মধ্যে ১৪২জন ছাত্র, ১৮১জন ছাত্রী তন্মধ্যে ১৪০জন ছাত্র-১৮০জন ছাত্রী সহ মোট ৩২০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এতে মাত্র ৩ পরিক্ষার্থী অংশ নেয়নি। মাদ্রাসা কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে রঙ্গিখালী দাঃ উঃ ফাঃ মাদ্রাসা, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসা, মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসা, টেকনাফ বায়তুশ শরফ দাঃ মাদ্রাসা, মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাঃ মাদ্রাসা, বাহারছড়া তাফহীমুল কোরআন দাঃ মাদ্রাসা, শামলাপুর দাঃ মাদ্রাসা, দারুত তাওহীদ মহিলা মাদ্রাসা, কাটাখালী রওজাতুন্নবী দাঃ মাদ্রাসা, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা। টেকনাফ পাইলট কেন্দ্রে ৫টি প্রতিষ্টানের ১৫৩জনের মধ্যে ৭০জন ছাত্র, ৮৩জন ছাত্রী তন্মধ্যে ৭০জন ছাত্র-৮৩জন ছাত্রী সহ ১৫৩জন পরীক্ষার্থী সহ সবাই অংশ নিয়েছে। টেকনাফ পাইলট কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে হোয়াইক্যং আলী আছিয়া, নয়াপাড়া নবী হোছাইন উচ্চ বিদ্যালয়, শাহপরীরদ্বীপ হাইস্কুল, এজাহার বালিকা ও মারিশবনিয়া উচ্চ বিদ্যালয় বর্ডার গার্ড পাবলিক স্কুল। এজাহার বালিকা কেন্দ্রে ৮টি প্রতিষ্টানের ৪৬১জনের মধ্যে ২৪৪জন ছাত্র, ২১৭জন ছাত্রী তন্মধ্যে ২৪৩জন ছাত্র-২১৭জন ছাত্রী সহ মোট ৪৬০জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এতে ১জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়নি। এজাহার বালিকা কেন্দ্রে অংশ নেওয়া প্রতিষ্টানের মধ্যে টেকনাফ পাইলট, নীলা হাই স্কুল, নয়াবাজার উচ্চ বিদ্যালয়, সাবরাং হাইস্কুল, শামলাপুর হাইস্কুল, সেন্টমার্টিন হাইস্কুল, নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ও মলকাবানু হাইস্কুল। উল্লেখ্য ২ফেব্রুয়ারী থেকে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ২০দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে পরীক্ষা বার বার পিছিয়ে দেওয়া হয়েছে। তারপরও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হওয়ায় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথে একান্ত বৈঠক করেন।


শেয়ার করুন