টেকনাফে মৌসুম শুরুতে বাজারে আম

???????????????????????????????
আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে মৌসুমের শুরুতে আম আসা শুরু হয়েছে। তা সাইজেও খুব বড়। আগাম মৌসুমী জনপ্রিয় ফল হিসাবে কাঁচা হলেও দামও চড়া। ২ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফ বাস স্টেশনে ফুটপাতে প্রথম উঠেছে এই আম। দাম হাঁকা হচ্ছে প্রতি কেজি সর্বনিম্ম ২৫০ টাকা। কাঁচা হলেও মৌসুমের প্রথম ফল হিসাবে রীতিমত ভীড় লেগে গেছে। আমের সাইজ বড় হওয়ায় বিক্রেতাদের আকৃষ্ট করছে বেশী। বিক্রেতারা জানান- টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে ক্রেতাদের চাহিদা মেঠানো হচ্ছে। প্রতি কেজি আম সর্বনিম্ম ২০০ টাকা দরে কিনতে হয়েছে। স্থানীয়দের মতে এবারে টেকনাফ উপজেলার সর্বত্র গাছে আগাম মুকুল এসেছিল। সেকারণে আমও আগাম বড় হয়েছে। আম গ্রীষ্মকালের ফল হলেও পাকবেও আগে।
ষড়ঋতুর বাংলাদেশে এখন শীতকাল চলছে। গ্রামাঞ্চলে প্রবাদ চালু আছে “বৈশাখে আম পাকে”। কিন্ত কালের বিবর্তনে জলবায়ুর পরিবর্তনে প্রকৃতির খেয়ালও বদলেছে। “ফাল্গুন বিকশিত কাঞ্চন ফুল-ডালে ডালে পুঞ্জিত আ¤্র মুকুল” পাঠ্যপুস্তকের কবির এই প্রবাদ বচন বাস্তবতার সাথে গরমিল হয়ে যাচ্ছে। ফাল্গুন মাস এখনও শুরুই হয়নি। কবির ভাষায় ফাল্গুন মাসে ফুল আসবে। আর বাস্তবতা হলো- আর কয়েকদিন পরেই টেকনাফে আম পাকবে।


শেয়ার করুন