টেকনাফে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

SAMSUNG CAMERA PICTURESআমান উল্লাহ আমান, টেকনাফ 

টেকনাফে বিশ্ব ম্যালেরিয়া দিবস’২০১৬ পালিত হয়েছে। ”সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া শেষ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান খাঁন। হিতৈষী বাংলাশের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা। বক্তব্য রাখেন, রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, হিতৈষী বাংলাদেশ উপজেলা পিও মিলন বারই। প্রধান অতিথি ডাঃ আতাউর রহমান খান বলেন, ম্যালেরিয়া থেকে বাচঁতে হলে নিজেকে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে হবে। ম্যালেরিয়া নির্মূলের লক্ষে ম্যালেরিয়া প্রবণ জেলাগুলোতে ম্যালেরিয়া কমিয়ে আনা ও ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যা শূন্যের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে সরকারের মূল লক্ষ্য। তাছাড়া সকল পরিবারে কীটনাশকযুক্ত মশারী ব্যবহার ও ঝোপ জঙ্গল, বাড়ীর আঙ্গীনাসহ নালা নর্দমা পরিষ্কার রাখার উপর গুরুত্বারূপ করেন। যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। এদিকে হিতৈষী বাংলাদেশ এর উপজেলা ম্যানেজার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৯ জন সাধারন ম্যালেরিয়া রোগী ধরা পড়েছে। এতে হোয়াইক্যংয়ে ৫ ও হ্নীলায় ৪ জন রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছরে টেকনাফ উপজেলায় মোট ম্যালেরিয়া রোগী ছিল ৩৩ জন আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রেডিও নাফ, ব্র্যাক, এসিএফ,আইসিডিডিআরবি, শেড, মেরী স্টোপস, বিজিএস, পিএইচডি, এফডিএসআর, আইওএমসহ, বিভিন্ন সরকারী-বেসরকারী জিও-এনজিও কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।


শেয়ার করুন