টেকনাফে বিদেশী বিয়ার ও মদ উদ্ধার: অটোরিক্সাসহ আটক ৪

আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-২৮০০) তল্লাশী চালিয়ে ১হাজার ১’শ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হল, চালক টেকনাফ ডেইলপাড়া এলাকার মুজিবুল হকের ছেলে আব্দুল্লাহ (২৩), সাবরাং ডেইলপাড়া এলাকার হাজ্বী সোনালীর ছেলে মোঃ জাবেদ(২৩) ও সাবরাং কুয়াইনছড়ি পাড়ার এজাহার মিয়ার ছেলে হাফেজ আহমদ(২৯)।
অপর একটি অভিযানে ৫’শ পিচ ইয়াবাসহ টেকনাফ ডেইল পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোজাম্মেল হক (৪০)কে আটক করে।
অপরদিকে বিজিবি ২৫ জানুয়ারী রবিবার সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপি চৌকির জওয়ানরা অভিযান চালিয়ে
৪২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানিয়েছেন, মিয়ানমারের ১১৩২ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার ও ১১১ বোতল ক্যান্ট্রি ড্রাইজিন মদসহ একটি নৌকা জব্দ করে। জব্দ মদ বিয়ারের মূল্য ৪ লাখ ৫৪ হাজার ৫শ টাকা। জব্দ মদ বিয়ার ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে।


শেয়ার করুন